কৃষি বিলের বিরোধিতায় এবার জোরদার আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। এই বিষয় বৃহস্পতিবার, টুইট করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি কৃষকদের, তাদের জীবন ও জীবিকা সম্পর্কে খুব উদ্বিগ্ন। জিওআইকে অবশ্যই কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে। দ্রুত সেটি না করলে আমরা দেশ জুড়ে আন্দোলনে নামব”।


প্রথম থেকেই তৃণমূল কৃষি বিল-সহ কেন্দ্রের জনবিরোধী বিলের বিরোধিতা করে। এদিন, টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কেন্দ্রীয় সরকারকে এই জনবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। জিওআই সব বিক্রি করছে”। রেলওয়ে, এয়ার ইন্ডিয়া, কয়লা, বিএসএনএল, বিএইচএল, ব্যাংক, প্রতিরক্ষা এই সব বিক্রি করা যাবে না এবং বেসরকারীকরণ নীতি প্রত্যাহার করার দাবি জানান মমতা। তিনি কটাক্ষ করে বলেন, “জাতীয় কোষাগারগুলি বিজেপির দলীয় সম্পত্তিতে রূপান্তরিত হতে দেবে না”।

আরও পড়ুন : হাইকোর্টে ডাক্তার গড়াইয়ের বকেয়া মিটিয়ে দেওয়ার মুচলেকা রাজ্যের স্বাস্থ্যসচিবের

৪ ডিসেম্বর শুক্রবার তৃণমূলের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী দিনে আন্দোলনের রূপরেখা নির্দিষ্ট করা হবে।


































































































































