শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারত, জিততে মরিয়া কোহলি ব্রিগেড

0
6

শুক্রবার ক‍্যানাবেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারত। অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক কোহলি ব্রিগেড।কারন তিনটি একদিনের ম‍্যাচের সিরিজে ১-২ অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু টি-২০ ম‍্যাচে যেন সেই ভুল না হয়, সেই দিকে ফোকাসড ভারত অধিনায়ক বিরাট কোহলি।

চলতি অস্ট্রেলিয়া একদিনের সিরিজে ব‍্যাটিং এ টপ অর্ডারে সমস্যায় পরতে হয়েছিল ভারতীয় দলকে। রান করতে ব‍্যর্থ হন শিখর ধাওয়া, শ্রেয়স আইয়র, শুভমন গিলের মতন ক্রিকেটাররা। সেই সময় দলকে ভরসা দিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল, কখনও আবার দলকে বাঁচিয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা। তবে শুক্রবার বিশ ওভারে খেলতে নামছে। তাই অ‍্যাডাম জাম্পা, সেন অ‍্যাবোটদের বিরুদ্ধে একই ভুল করতে নারাজ বিরাট ব্রিগেড।

শুধু ব‍্যাটিং ওর্ডার নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং সমস্যায়ও পরতে হয়েছিল ভারতকে। স্টিভ স্মিথ, অ‍্যারন ফ্রিঞ্চেদের সামনে সুপার ফ্লপ ছিলেন জাসপ্রীত বুমরা, চ‍্যাহেলরা। তবে শুক্রবারের ম‍্যাচে ঘুরে দাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। একদিনের সিরিজের হার ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ জিততে মরিয়া কোহলি ব্রিগেড।

আরও পড়ুন- জেলাসফর শেষ করেই সোজা সল্টলেকে, চলছে বৈঠক