আরও তিন নয়া সেতু: মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
2

মাঝেরহাটের নতুন ৪-লেনের সেতুর উদ্বোধনে গিয়ে আরও তিনটি নতুন সেতুর তৈরির কথা শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুগুলি হবে

• গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে নিউ মার্কেট
• তারাতলা-টালিগঞ্জ-আনোয়ার শাহ
• পার্কসার্কাস-বালিগঞ্জ ফাঁড়ি

সেই সময় মহানগরীর বুকে যানজট প্রায় থাকবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। গাড়ির গতি বৃদ্ধির সঙ্গে জীবনেরও গতি বাড়বে।

এই প্রসঙ্গেই তাঁরই মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফে’র কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। হেলমেট ছাড়া মাঝেরহাট সেতুতে বাইক চলাচল চালানো যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এমনকী, যাঁদের হেলমেট কেনার পয়সা নেই, থানায় নাম নথিভুক্ত করলে আগামী তিনদিন ধরে তাঁদের বিনামূল্যে হেলমেট দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। সব নাগরিককে নতুন ব্রিজের যত্ন নিতে অনুরোধ করেন। এই প্রসঙ্গে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উল্লেখ করেন মমতা। তিনি বলেন, পানের পিক ফেলে সেই রাস্তা নষ্ট করেছেন অনেকে। তার পুনরাবৃত্তি না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু