করোনা-আক্রান্ত বিজেপির অমিত মালব্য, ভর্তি কলকাতার হাসপাতালে 

0
1

সময় ভালো যাচ্ছে না এ রাজ্যের বিজেপির সহ-পর্যবেক্ষক হয়ে আসা অমিত মালব্য-র।

দু’দিন আগে টুইটার কর্তৃপক্ষ মালব্য-র একটি টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা দিয়েছে। দেশজুড়ে ধিক্কারের মুখে বিজেপির আইটি সেলের এই চেয়ারম্যান৷ তারপরেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হলেন অমিত মালব্য৷

আরও পড়ুন : রাহুল গান্ধীকে ভুল প্রমান করতে গিয়ে নিজেই ফাঁসলেন বিজেপির আইটি সেলের প্রধান

একুশের ভোটে বাংলা জয়ের লক্ষ্যে দিল্লি থেকে পাঠানো ডজনখানেক বিজেপি নেতার অন্যতম অমিত মালব্য-র কোভিড রিপোর্ট পজিটিভ আসায় বুধবার তাঁকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁর সামান্য জ্বর রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকরা।

বঙ্গ- বিজেপির সহ- পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই কলকাতায় আছেন মালব্য। ওদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর টুইটকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করেছে খোদ টুইটার কর্তৃপক্ষ। এর ফলে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে গোটা দেশে। কৃষক বিক্ষোভ নিয়ে একটি ভিডিও এডিট করে সত্যকে ‘বিকৃত’ করে টুইট করেন মালব্য, ‘ফ্যাক্ট- চেক’-এর পর এমনই জানিয়েছে টুইটার সংস্থা।