সোশ্যাল মিডিয়ার দৌলতে দুদশক পর নিখোঁজ ছেলে ঘরে ফিরল

0
1

ফের সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘরে ফিরল পরিবারের আপনজন। বিহারের নিখোঁজ সন্তানের খবর মিলল বাংলার হিঙ্গলগঙ্গ থেকে। সৌজন্যে হ্যাম রেডিও।
বছর দুয়েক আগের কথা। বিহারের নালন্দা জেলার হারনার থানা পয়ারি গ্রাম থেকে নিখোঁজ হয়েছে যান বছর ১৬-র তরুণ সুনীল সিং। পরিবারের একমাত্র সন্তান নিখোঁজের পর ছেলেকে খুঁজতে চেষ্টার খামতি রাখেননি বাবা বাহাদুর সিং ও মা তারা দেবী।
অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে শেষ পর্যন্ত থানায় ডায়েরি করতে বাধ্য হন পরিবারের আপনজনরা। স্থানীয় হারনার থানায় নিখোঁজ ডায়েরি করেন বাহাদুর সিং।
তদন্তে নেমে পুলিশ কোনও কিনারা করতে পারেনি। সম্প্রতি বাংলার শেষ প্রান্ত হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় ওই যুবককে দেখতে পায় হ্যাম রেডিওর এক ব্যক্তি । এরপরই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সমাজসেবী সুশান্ত ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই একাধিকবার ফোন আসে হারনার থানায়। পরে সুনীল সিংহের পরিবারকে ডেকে পাঠানো হয় ।
ছবির সঙ্গে ছেলের মিল দেখে আশায় বুক বাঁধেন সুনীলের বাবা-মা। উপযুক্ত নথিপত্র দেখিয়ে প্রমাণিত হয় হিঙ্গলগঞ্জে যাকে দেখা গিয়েছে সেই তাদের দু’বছর আগে হারানো ছেলে সুনীল।
ছেলেকে খুঁজে পাওয়ায় রীতিমতো খুশির হাওয়া সিং পরিবার সহ গ্রামের মানুষের ।