হারের কারণ হিসাবে ভারতীয় ফুটবলারদের কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গল কোচ ফাউলার

0
1

ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্স নিয়ে মুখ খুললেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। মঙ্গলবার আইএসএলের দ্বিতীয় ম‍্যাচে মুম্বই সিটিএফসির কাছে ০-৩ গোলে হারে ইস্টবেঙ্গল। হারের কারন হিসাবে ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্সকে কাঠগড়ায় দাঁড় করান ফাউলার।

ডার্বি ম‍্যাচের হারের পর, মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লড়াই ছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু তা আর কোথায়? বরং মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে জঘন‍্য ফুটবল খেলে লাল-হলুদ ব্রিগেড। ড‍্যানি ফক্স চোট পেয়ে মাঠ ছাড়তেই বেড়িয়ে আসে দলের নড়বরে ডিফেন্স লাইন। শুধু ডিফেন্স নয়, দলের অ‍্যাটাকিং লাইন নিয়ে ও ওঠে একাধিক প্রশ্ন। ডার্বি ম‍্যাচে যে প‍্যারফমেন্স দলের স্ট্রাইকিং লাইন দেখিয়েছে, সেই ছবি ধরা পড়ল মুম্বই ম‍্যাচেও।

মুম্বইয়ের কাছে ম‍্যাচ হেরে হতাশ ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ম‍্যাচ শেষে তিনি বলেন,” দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্স দেখলে মনে হয় না এরা কোন কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছে। ভারতীয় ফুটবলারকে আরও দায়িত্ব নিতে হবে।” লাল-হলুদের কোচের কথায় পরিষ্কার, ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্সে সন্তুষ্ট নন তিনি। এরপাশাপাশি দলের ডিফেন্স নিয়েও মুখ খুললেন ইস্টবেঙ্গলের হ‍্যেডস‍্যার।

শনিবার আইএসএলের তৃতীয় ম‍্যাচে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে চিন্তায় লাল-হলুদ কোচ। কারন মুম্বই ম‍্যাচে চোটের কারনে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল অধিনায়ক। নর্থইস্টের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা ড‍্যানি ফক্স, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।