গ্রামীণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্না মালদায়

কিশোর সাহা

0
1

সমব্যথী প্রকল্পে দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি, একশো দিনের কাজে দুর্নীতি সহ একাধিক প্রকল্পে তৃণমূল প্রধান এবং উপপ্রধানের দুর্নীতির অভিযোগ তুলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসল ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের শতাধিক মহিলা পুরুষ। এদিন কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি, কাজিগ্রাম সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ জন একাধিক প্রকল্পে প্রধান এবং উপপ্রধান এর দুর্নীতির অভিযোগ তুলে এই আন্দোলনে সামিল হয়। এই বিষয়ে গ্রামবাসী বাপ্পা মন্ডল জানান, কেউ মারা গেলে সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে দেওয়া হয় তার পরিবারকে। সেই টাকাও আত্মসাৎ হয়েছে। ১০০ দিনের কাজের টাকা সহ আবাস যোজনা প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সাথে জড়িত তারা। তাই আজ তারা এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং জেলাশাসক ও বিডিওকে একটি করে দাবি সনদ তুলে দেন।

আরও পড়ুন- ১৯ বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা