২০২১ -এর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচ্চেরি ও অসমে নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠেছে ওই বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন NRI-রা? এই বিষয়ে আইনমন্ত্রককে চিঠি পাঠাল নির্বাচন কমিশন।
আরও পড়ুন-শুভেন্দুর ইস্তফার পর মদনের নেতৃত্বে পরিবহণে কমিটি গড়লেন মমতা
ইলেকশন কমিশন জানিয়েছে, বর্তমান নিয়মে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা ভোট দিতে পারবেন। কিন্তু এর জন্য আইনমন্ত্রককে আইন বদলাতে হবে।
সংশোধনী অনুযায়ী বিদেশে অবস্থিত ভোটাররা রিটার্নিং অফিসারদের থেকে পোস্টাল ব্যালট চাইতে পারেন ফর্ম ১২ ভরে।
বর্তমানে সারা বিশ্বে প্রায় ১.২৬ কোটি ভারতীয় ছড়িয়ে আছেন যাদের এই দেশের পাসপোর্ট আছে। যদি তারা ভোট দিতে পারেন তাহলে অন্ধ্র, কেরালা, গুজরাত, পাঞ্জাব সহ বেশ কিছু রাজ্যে বড় ফ্যাক্টর হতে পারবেন তাঁরা।

































































































































