বুরেভির প্রভাব পড়বে না বঙ্গে, আগামী সপ্তাহ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত

0
1

বঙ্গোপসাগরে উপর তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় বুরেভি। রোটেশন পদ্ধতিতে এবার এই ঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। আপাতত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী বুধবার রাতে এটি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। এরপর তা কমোরিন এরিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যেগুলির উপর ব্যাপক প্রভাব ফেলবে।
যেখানে দক্ষিণ তামিলনাডু, দক্ষিণ কেরালার বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, পারদের ওঠানামার মাঝেই আজ ডিসেম্বরের প্রথম দিন সকাল থেকেই আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রার পারদও নেমেছে সামান্য। আজ, মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকবে বলেই জানা গিয়েছে। আগামী বুধবার থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার আভাস আগেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। সেটা অবশ্য কিছুটা বিলম্ব হতে পারে। আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। তা ১৩ থেকে ১১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।