রাত পোহালেই NICED-এ COVAXIN এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সূচনা করবেন রাজ্যপাল

0
1

রাত পোহালেই বেলেঘাটা আইডি হাসপাতালে NICED-এ করোনা টিকা COVAXIN-এর তৃতীয় দফার ট্রায়ালের সূচনা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এক টুইট বার্তায় রাজ্যপাল জানিয়েছেন, তিনি বুধবার NICED-এ COVAXIN-এর তৃতীয় দফার ট্রায়ালের সূচনা করবেন। সকাল ১১টায়।

উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে কোনও করোনা ভ্যাকসিনের ট্রায়াল হয়নি। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা ছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু তা হয়ে ওঠেনি।

আরও পড়ুন- শেহলার বিরুদ্ধে বিজেপির হাতে ‘অস্ত্র’ তুলে দিলেন বাবা, পাল্টা কুকীর্তি ফাঁস করলেন মেয়ে