শিলিগুড়ি শহরেও শুরু হয়ে গেল ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচির কাজ। মঙ্গলবার শিলিগুড়ি শহরে ওই কর্মসূচির সূচনা করেন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তথা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার ওরফে রাণা।


এদিন পুরসভার ৪ নম্বর বোরো অফিসে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ও ওয়ার্ডের কো অর্ডিনেটর রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা। কর্মসূচির সূচনা করে রঞ্জনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করার কথা। সেইমতো আজ থেকে রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানেও এই কর্মসূচি সূচনা হয়ে গেল। শিলিগুড়ি পুরসভার ৫টি বোরো অফিসের মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাসিন্দারা।
আরও পড়ুন : শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

এদিন এলাকার বাসিন্দাদের অনেকের সমস্যার কথা শোনেন রঞ্জনবাবু। তিনি জানান, সকলের বক্তব্য শুনে তা নোট করা হয়েছে। যে সব বিষয়ে বাসিন্দারা মতামত জানিয়েছেন তা নিয়ে পদক্ষেপ করা হবে। বাসিন্দাদের নানা সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন তাঁরা।


































































































































