ছিল দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আর্জির শুনানি।
কিন্তু মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনাক্রম।
আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং অয়ন চক্রবর্তী যখন আবেদনে বলছেন দেবযানীকে জামিন দেওয়া হোক, তখন সিবিআই আইনজীবী দস্তুর বলেছেন,” একটি কন্ঠস্বরের রেকর্ডিং পাওয়া গিয়েছে। তার উপর দাঁড়িয়ে সুদীপ্ত সেন এবং দেবযানীকে আবার জেরা করা দরকার। ইতিমধ্যেই আমরা সি এম এম কলকাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। দরকারে ওদের মুখোমুখি জেরাও হবে। তার আগে জামিন হলে তদন্তে সমস্যা হবে।”

বিচারপতি এই কাজটি শেষ করার জন্য সিবিআইকে ছয় সপ্তাহ সময় দেন। তারপর ফের শুনানি হবে।
সিবিআই এদিন সওয়ালে আবার বলে তদন্তে দেরি এবং জটিলতার জন্য রাজীবকুমার দায়ী।
দেবযানীর আইনজীবীরা বলেন,” এই মামলায় কুণাল ঘোষ জামিন পেলে দেবযানী নয় কেন?” সিবিআই বলেছে,” কুণাল শুধুমাত্র মিডিয়া শাখার কর্মী ছিলেন। তাঁর সঙ্গে দেবযানীর তুলনা হতে পারে না।”
আরও পড়ুন-নৃশংস! যোগী রাজ্যে গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিককে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা































































































































