নবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ত্বহা। একুশের ভোটের আবহে হঠাৎই মমতা-ত্বহা বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নতুন অঙ্ক কষা শুরু হয়েছে৷

এক প্রতিনিধি দল নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পীরজাদা৷ সূত্রের খবর, খানিকক্ষণ কথাও হয় তাঁদের৷ একইসঙ্গে ত্বহা মুখ্যমন্ত্রীর হাতে দেন একটি স্মারকলিপিও। জানা গিয়েছে, স্মারকলিপিতে ফুরফুরা শরিফ সংক্রান্ত একাধিক দাবির উল্লেখ রয়েছে। হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি, পানীয় জল সরবরাহ, পাকা নিকাশির ব্যবস্থা, আলোকজ্জ্বল -ফটক নির্মাণ ইত্যাদির কথা বলা হয়েছে এই স্মারকলিপিতে।

একুশের নির্বাচনে বাংলার মুসলিম ভোট নিয়ে হঠাৎই জল্পনা তৈরি করেছেন আসাদউদ্দিন ওয়াইসি৷ সংখ্যালঘু ভোট নিয়ে চর্চা এখন তুঙ্গে। অতীতে এই ভোটের বড় একটা অংশ সিপিএমের দখলে ছিলো। ২০১১ এবং তার পর মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন৷ বিহার ভোটে সাফল্যের পর বাংলার ভোটেও বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে মিম-প্রধান ওয়াইসি। ঠিক এর পরেই এ রাজ্যের মুসলিম ভোট কোনদিকে যাবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে৷

রাজনৈতিক মহলের ধারনা, এদিনের মমতা-ত্বহা বৈঠকে বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে৷

আরও পড়ুন- বহিরাগত নয়, এবার “ভূমিপুত্র”-কে তৃণমূল প্রার্থী করার আর্জি জানিয়ে বিতর্কিত পোস্টার বালিতে