ডার্বি ম্যাচ অতীত। আইএসএলের তৃতীয় ম্যাচে এটিকে মোহন বাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই মুহুর্তে আইএসএল এ পরপর দু ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে এটিকে এমবি।
বৃহস্পতিবার আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহন বাগান। সেই ম্যাচে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ হাবাস। শুক্রবারই মরশুমের প্রথম ডার্বিতে লাল-হলুদ ব্রিগেডকে ২-০ গোলে হারিছিল প্রীতম কোটালের দল। তবে সেসব নিয়ে এখন ভাবতে নারাজ হাবাস। বরং তাঁর ফোকাস এখন ওড়িশা এফসির বিরুদ্ধে। বলা ভাল ওড়িশা এফসির দুই ব্রাজিলীয় ফুটবলার দিয়েগো মরিসিয়োই এবং মার্সেলিনহো পেরেইরার দিকে। সোমবার অনুশীলনে এই দুই ফুটবলার সম্পর্কে বিশেষ ক্লাস নেন তিনি। বিপক্ষকে আটকানোর বিশেষ ছক ও কোষছেন বাগান কোচ।
মরিসিয়োই এবং মার্সলিনহোর খেলা সম্পর্কে ধারনা আছে হাবাসের। এই দুই ফুটবলারের আক্রমণ, বাকানো ফ্রি-কিক এবং জড়ালো শট, বিপক্ষ দলরের ঘুম উড়িয়ে দিতে পারে নিমিসে। তাইতো বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহন বাগান কোচ হাবাস।
আরও পড়ুন-সফর শেষ : ৩১ দফা ক্ষোভ-অভিযোগ রাজ্যপালের, বিজেপির হয়ে মাঠে নামতে বললেন তৃণমূল নেতারা