ফিরহাদ-সাধন বৈঠক, আপাতত বিবৃতিহীন থাকার অনুরোধ

0
1

ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করলেন সাধন পাণ্ডে। আর সুযোগ পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা। বললেন, পরেশের কারণে এলাকার মানুষ তৃণমূল বিরোধী হচ্ছেন।

আরও পড়ুন : এখনও অনড়, উল্টে পিকের টিমকেই প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল বিধায়ক শীলভদ্র

সাধন পান্ডে ও পরেশ পালের মধ্যে অম্ল-মধুর সম্পর্ক রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সম্প্রতি একটি বিজয়া সম্মিলনী সভায় সাধন সরাসরি পরেশের ইলিশ উৎসব, ফুটপাতে মূর্তি তৈরির তুমুল সমালোচনা করেন। বলেন, এলাকার মানুষ প্রশ্ন তুলছেন বিধায়ক সম্পর্কে। পাল্টা পরেশ ‘ছাগল’ বলেন। আক্রমণ করেন সাধন-কন্যাকেও। সে নিয়েই মূলত মঙ্গলবার নবান্নে ফিরহাদের সঙ্গে বৈঠক।

সাধন পরিষ্কার জানান, এলাকায় পরেশ এমন কাজ করছে, কর্মীদের মধ্যে বিষ ছড়াচ্ছেন যে কাজ করতে অসুবিধা হচ্ছে। ফিরহাদ শোনার পর আপাতত সাধনকে বিবৃতি না দেওয়ার অনুরোধ করেন। সাধন কথা দিলেও উল্টো দিক থেকে মন্তব্য এলে তিনি চুপ করে থাকবেন না, তা পরিষ্কার করে দেন। ফিরহাদ পরেশের সঙ্গেও বসতে পারেন বলে খবর।