শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

0
1

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’। হরিপাল ব্লকের জেজুর উচ্চ বিদ্যালয়ে ১৩ টি ক্যাম্প করা হয়েছে। স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী-সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি সার্টিফিকেট প্রদানের চটজলদি ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে। সকাল থেকে গ্রামের আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছে ক্যাম্পে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ভিড় জমিয়েছে। এই ক্যাম্প থেকে যেমন স্কুল পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্প সুযোগ পাচ্ছে, ঠিক তেমনি কলেজ পড়ুয়াদের জন্য রুপশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছে সরকারি কর্মীরা।

উল্ল্যেখযোগ্যভাবে বেশি ভিড় হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য। সরকারি এই উদ্যোগে খুশি গ্রামের মানুষজন। তবে বিশেষভাবে সরকারিভাবে নজর দেওয়া হয়েছে কোনও রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ক্যাম্পে যেন না থাকে।

আরও পড়ুন-পিএম কেয়ারের টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন মমতা