কন্ঠ তদন্তে সিবিআই: সিবিআইতে আসিফ খান

0
1

সারদাকান্ডে এবার মুকুল রায়ের ঘনিষ্ঠ আসিফ খানকে তলব করল সিবিআই। মঙ্গলবার চলছে তাঁর জেরা ও ভয়েস টেস্ট। এদিনই হাইকোর্টে সিবিআই বলেছে একটি রেকর্ডেড ভয়েস পাওয়া গেছে। তার উপরেই তদন্ত চলবে। ঘটনাচক্রে আজই তারা কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন-গোপন ” ভয়েস রেকর্ড” সামনে, সুদীপ্ত দেবযানীকে ফের জেরা করবে সিবিআই