দার্জিলিংয়ের মকাইবাড়ি চা বাগান এলাকায় এবং সিকিমের গ্যাংটকে দু’টি হোটেল পরিচালনার জন্য অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগেই গাঁটছড়া বেঁধেছিল আইএইচসিএলের।এবার কলকাতা ও পটনায় অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর তিনটি প্রকল্পের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্ডিয়া হোটেলস কোম্পানির (আইএইচসিএল) তাজ হোটেল।
গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ নেওটিয়া এবং আইএইচসিএলের এমডি-সিইও পুনীত ছাটোয়াল আরও তিনটি হোটেলের পরিচালনা করার চুক্তির কথা জানান। সংস্থার তরফে থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে নতুন ৫০০টি ঘর তৈরি হবে সেখানে।
হর্ষ জানিয়েছেন, হোটেলগুলি তৈরিতে ৮০০ কোটি টাকার মধ্যে ৫০০ কোটি ইতিমধ্যেই খরচ হয়েছে।
করোনা পরিস্থিতি হোটেল-সহ পর্যটন ব্যবসায় থাবা বসিয়েছে। তবে হর্ষ ও পুনীত আশাবাদী।
যে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ও সামাজিক অনুষ্ঠানে হোটেলের চাহিদাও থাকবে অটুট।
































































































































