ভারতীয় দলের প্যারফমেন্স নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার কাছে প্রথম একদিনের ম্যাচের হারের পর, রবিবারও দ্বিতীয় একদিনের ম্যাচে হারে টিম ইন্ডিয়া। যার ফলে সিরিজ জিতে নেয় অ্যারন ফ্রিঞ্চের দল।
রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হারে ভারত। ম্যাচ শেষে নিজের দল নিয়ে মুখ খুললেন বিরাট। তিনি বলেন, ” ভারতের থেকে সব দিক দিয়েই এগিয়ে অস্ট্রেলিয়া। বোলিং হোক ব্যাটিং লাইনআপ, সব কিছুরই সুযোগের সৎ ব্যবহার করেছে টিম অস্ট্রেলিয়া। ঠিক সময়ে যেমন ঠিক বল করেছে, তেমনই তাদের ব্যাটিং এর গভীরতা ও অনেক। সঠিক সময়ে সঠিক বল করতে ব্যর্থ হয় আমার দল।” কে এল রাহল বলেন,” বোলারদের কাছে চ্যালেঞ্জ হল, পরিস্তিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।
আরও পড়ুন:দিল্লি ঘেরার হুমকি কৃষকদের, সমাধান খুঁজতে মধ্যরাতে জরুরি বৈঠক
এদিকে রবিবার একদিনের ক্রিকেটে একবছর পর বল হাতে মাঠে নামেন হার্দিক পান্ডিয়া। হার্দিক প্রসঙ্গে বিরাট বলেন, “হার্দিককে দিয়ে বল করানোর কোন পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই ডেকে বল করতে দেই। ভেবেছিলাম দুই ওভার বল করাবো, কিন্তু ভাল বল করায়, আরও দু ওভার বল করানোর সাহস পাই।