সংশোধনাগার থেকে পালালো দুই সাজাপ্রাপ্ত বন্দি, চলেছে তল্লাশি

0
3

সংশোধনাগার থেকে পালিয়ে গেল দুই সাজাপ্রাপ্ত বন্দি। নাম মিঠুন দাস ও মনোজিত বিশ্বাস। তারা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়েছে।

জানা গিয়েছে, মিঠুন দাসের বাড়ি বারাসত থানার নিবেদিতা পল্লিতে, অপর জন মনোজিত বিশ্বাস, তার বাড়ি উল্টোডাঙা থানার বাসন্তী কলোনিতে। সূত্রের খবর, কয়েকমাস আগে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দু’জনকে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। তবে কোন মামলায় তারা কারাবন্দি তা এখনও পর্যন্ত জানা যায়নি। সোমবার সন্ধেয় দুই বন্দির নিখোঁজ হওয়ার ঘটনা নজরে আসে জেল কর্তৃপক্ষের। এর পরেই দুই বন্দিকে খোঁজার জন্য তৎপর হয় পুলিশ।

ইতিমধ্যেই শহরের এন্ট্রি ও এগজিট পয়েন্টগুলিতে নাকা চেকিং চালানো হচ্ছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে। জেলের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বন্দিরা পালিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। একইসঙ্গে জেলের নজরদারিও প্রশ্নের মুখে। যদিও ঘটনায় মুখে কুলুপ এঁটেছে জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ার হুমকি আরএলপির