মহিলা-ভোটারদের কাছে টানতে ১২ ডিসেম্বর থেকে পথে তৃণমূলের বঙ্গজননী বাহিনী

0
2

রাজ্যের মোট ভোটারের ৪৯% মহিলা। সংখ্যার নিরিখে এই সংখ্যা প্রায় ৩ কোটি ৫১ লক্ষের মতো।

একুশের নির্বাচনে তাই তৃণমূলের পাখির চোখ মহিলা ভোটাররা। দলের বক্তব্য, মহিলা ভোটাররাই ব্যবধান গড়ে দিতে পারেন৷ তাই মহিলা ভোটারদের সঙ্গে আনতে এবার আগে থেকেই নেমে পড়ছে তৃণমূল। তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পথে নামছে আগামী ১২ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন : গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

মহিলা ভোটারদের আলাদা বার্তা দিতে তৈরি হয়েছে তৃণমূলের নতুন স্লোগান, “উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে”। মহিলা-ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশকে দিদির পথে আনার দায়িত্ব তৃণমূলের বঙ্গজননী বাহিনীর। হাওড়ায় তারা প্রথম সভা করবে ১২ ডিসেম্বর। এরপর সভা হবে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়াতেও।

বঙ্গজননী বাহিনী প্রচারে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা তুলে ধরবে। বলবে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও৷ কারন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে পরিবারের সব থেকে বেশি বয়সী মহিলার নামে।
বঙ্গজননী বাহিনী প্রচারে আনবে, ২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪৫ শতাংশ আসনে প্রার্থী করেছিলেন মহিলাদের৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৪১ শতাংশ।