শুরু রাস উৎসব, স্যানিটাইজার হাতে দিয়েই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তরা

0
3

রবিবার সন্ধেয় রীতি মেনে মহা সমারোহেই শুরু হয়েছে কোচবিহারের রাস উৎসব। প্রথা মেনে পুজোপাঠের পরে রাত ৯টা নাগাদ রাস উৎসবের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। রীতি মেনে কোচবিহারের জেলাশাসকই হন কোচবিহারের রাজ পরিবারের প্রতিনিধি।

এবার রাসমেলা হচ্ছে না। কারণ, করোনার প্রকোপ। তা বলে ভক্তরা রাসচক্র ঘোরাবেন না তা হয় না। কোচবিহারের সেই আলতাফ মিয়াঁর তৈরি রাসচক্র ঘোরাতে হাজির বহু মানুষ। কোভিড বিধি মেনে রাসচক্র ঘোরানোর আগে প্রত্যেকের হাত স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে। কোচবিহারের জেলাশাসক জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে যাবতীয় নিয়ম মেনে রাস উৎসবে যাতে আগ্রহীরা অংশ নিতে পারেন সেই বন্দোবস্ত করেছে প্রশাসন।

রাস উৎসবে মেলা না হলেও ইতিউতি স্টল চোখে পড়ছে। কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব হল রাস। অতীতে তাতে অংশ নিতে দেশ-বিদেশের লোকজন আসতেন। এখনও ভুটান, নেপাল থেকেও লোকজন যাতায়াত করেন। বাংলাদেশের স্টলও হতো। এবার করোনার কারণে তা হবে না। কিন্তু, লাগোয়া অসম থেকে অনেকে এসেছেন রাস উৎসবে রাস চক্র ঘোরাতে।

আরও পড়ুন-রাজ্যের মধ্যে থেকেই গোর্খাল্যান্ডের স্বপ্ন পূরণ হবে, ভিড়ে ঠাসা সভায় বললেন রোশন