প্রসঙ্গ-করোনা মোকাবিলা, এবার সর্বদল বৈঠকের ডাক দিলেন মোদি

0
1

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এবার দেশের বিভিন্ন রাজনৈতিক পার্টির সঙ্গে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গ, দেশে করোনার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় মূলত অবিজেপি ও বিরোধীদের মতামত নেওয়া। সম্ভবত, সেই সর্বদলীয় বৈঠক হতে পারে আগামী ৪ ডিসেম্বর। ভার্চুয়াল ওই বৈঠকে বিরোধী দলগুলির প্রতিনিধিদের যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী বৈঠকে বসেছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়বাড়ন্ত নিয়ে সেই ভার্চুয়াল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদি। প্রতিটি রাজ্যকে মোকাবিলায় শিথিলতা না দেখানোর অনুরোধ করেছিলেন তিনি। এবার সর্বদল বৈঠকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন বা বিরোধী দলগুলির পক্ষ থেকে কী প্রস্তাব দেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।