সড়ক প্রকল্পের সূচনায় নয়া কৃষি আইনের সমর্থনেও জোরালো সওয়াল মোদির

0
1

সুগম সড়ক, মজবুত রেল ব্যবস্থা, বিমান পরিষেবা – এসব সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষের জন্য অত্যন্ত লাভজনক। করোনা কালে পরিকাঠামো নির্মাণের এই প্রকল্পগুলি কর্মসংস্থান বাড়াতে যথেষ্ট সাহায্য করেছে।সোমবার বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন,উত্তরপ্রদেশে যোগী সরকার খুব ভাল কাজ করছে। সেখানে পূর্বাঞ্চল থেকে বুন্দেলখণ্ড পর্যন্ত আধুনিক সড়কপথ তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশে আজ প্রায় ১২টি বিমানবন্দর আছে।”
প্রধানমন্ত্রী জানান, ভাল সড়ক থাকলে লাভবান হন কৃষকরাও। এর ফলে কোল্ড স্টোরেজগুলিতে পণ্য দ্রুত পৌঁছে দেওয়া যায়। বিমানযোগেও পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বারাণসীর আম ইউরোপ যাচ্ছে। চন্দলির কালো চাল অস্ট্রেলিয়ায় রফতানি হচ্ছে। এই চাল কেজি প্রতি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সমৃদ্ধি আসছে। বিদেশে এই চলের দাম ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ক্ষুদ্র চাষিদের সংগঠিত করে বড় শক্তিতে পরিণত করার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ফলে দেশের প্রায় ৪ কোটি চাষি লাভবান হয়েছেন। এদিন, নয়া কৃষি আইনের সমর্থনেও জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারলে সেই পরিষেবার লাভ কেন নেবে না চাষিরা।”
সড়ক প্রকল্পের উদ্বোধন ছাড়াও দীপাবলী উৎসবেও অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।