রীতি মেনে ভাইফোঁটার আদলে এবারও বোনেদের ফোঁটা দেওয়া হল মালদায়

0
3

ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গলকামনায়, তাঁদের কপালে ফোঁটা দেন বোনেরা। কিন্তু বোনদের মঙ্গলকামনা করবেন কারা? সেইকথা মাথায় রেখেই অভিনব বোনফোঁটার আয়োজন করা হল মালদায়।

আরও পড়ুন : শুরু রাস উৎসব, স্যানিটাইজার হাতে দিয়েই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তরা

পঞ্জিকায় কোন ব্রত বা নিয়ম নেই। তাই নিজেদের মন্ত্র নিজেরাই পড়েন বোনেরা। ” বোনের কপালে বোনের ফোঁটা, বাড়তে থাকুক তোর আয়ুটা “। চন্দন, কাজল, শিশির সহ নানা উপকরণ দিয়ে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টি মুখের ব্যবস্থাও। বোনেরা নিজের নিজের বাড়ি থেকে মিষ্টি, লুচি, পায়েস বানিয়ে নিয়ে আসেন।

আরও পড়ুন : আজ কোচবিহারে শুরু রাস উৎসব, কোভিডের কারণে হচ্ছে না মেলা

প্রতি বছর এই রাস পূর্নিমার দিন বোনেদের মঙ্গল কামনায় বোন ফোঁটার আয়োজনা করা হয়। মালদার ইংরেজবাজারের একটি সংস্থার উদ্যোগে এই শুভ কাজ সম্পন্ন হয়। করোনা আবহে ভাইফোঁটায় বাধা না পড়লে, বোনফোঁটাই বা বাদ যায় কেন।