মালিক-শ্রমিক বিবাদে বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল, কর্মহীন কয়েক হাজার শ্রমিক

0
3

ফের শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন কয়েক হাজার শ্রমিক। এদিন সকালে কাজে এসে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা।

আরও পড়ুন : সংশোধনাগার থেকে পালালো দুই সাজাপ্রাপ্ত বন্দি, চলেছে তল্লাশি

সূত্রের খবর, মালিক পক্ষের অভিযোগ ছিল কারখানায় উৎপাদন কম হচ্ছে। এই নিয়ে গতকাল মালিক পক্ষের সঙ্গে সবকটি শ্রমিক সংগঠনের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। এরপরই ঝুলিয়ে দেওয়া হয় সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিস।

আচমকা মিল বন্ধ হয়ে যাওয়ায়, কর্মহীন হয়ে পড়েন সাড়ে চার হাজার শ্রমিক। ঘটনার প্রতিবাদে জুটমিলের সামনের রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।