কোভিড পজিটিভ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুখেন্দু শেখর রায়কে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। গত শুক্রবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা নামা করছে এই কারণে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। পাশাপাশি তাঁর বয়সের কথা মাথায় রেখে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খেয়াল রাখা হচ্ছে অন্যান্য শারীরিক সমস্যার। যতদিন না তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে ততদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অসুস্থতা এবং কো-মর্বিডিটির কথা মাথায় রেখে গঠন করা চিকিৎসকদের একটি দল।
আরও পড়ুন-‘ভাইপো’ না বলে নাম বলুন, সাতগাছিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক