শীতল আমেজ তৈরি হলেও, এখনই বঙ্গে জাঁকিয়ে শীত নয়, বলছে হাওয়া অফিস

0
2

বঙ্গবাসী ঠাণ্ডার কিছুটা পরশ পেলেও এখনই রাজ্যে জাঁকিয়ে পড়ছে না শীত। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টা পরে তৈরি হবে। তার গতি প্রকৃতির উপর নির্ভর করবে উত্তর ভারতের শীতল হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশে কোনও বাধা আসবে কিনা। যদি বাধা না আসে, তাহলে সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে। তবে কোনওভাবেই আগামী সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে না।

আরও পড়ুন:অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

ফলে আগামী সপ্তাহে শীতের আমেজ কিছুটা তৈরি হলেও, জাঁকিয়ে শীতের জন্য কলকাতা ও রাজ্যবাসীকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।উল্লেখ্য, আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬।