আজ শুভেন্দুর সভা। মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছোলাবাড়িতে স্মরণসভা। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে সভা। আমন্ত্রিত বেশ কিছু রাজনৈতিক নেতা। সেই মঞ্চ থেকে শুভেন্দু কী বলেন, সেদিকে নজর। যদিও আয়োজকদের দাবি, সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিৎ বয়ালের জীবন কাহিনি তুলে ধরতেই এই সভা।
তবে একটি মহলের বক্তব্য, যেহেতু স্বাধীনতা সংগ্রামীর স্মরণসভা, তাই শুভেন্দু হয়তো রাজনীতির কথা নাও বলতে পারেন। আবার অন্য মহলের মতে কেন মন্ত্রিত্ব ছাড়লেন, সে ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা প্রবল। এর মাঝে মহিষাদলে শিবসেনার পতাকা দেখতে পাওয়ায় রাজনৈতিকমহলে নতুন করে ঔৎসুক্য তৈরি হয়েছে। গতকালই দলের নেতাদের নিয়ে সুব্রত বক্সি বৈঠক করেন। কোলাঘাটের হোটেলে এই বৈঠকে অধিকারী পরিবারের বিরোধী শিবির হাজির ছিলেন। বেশ কয়েকজন পরিচিত মুখকে বৈঠকে দেখা যায়নি। এর মাঝে ৭ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন মেদিনীপুরের দিকে।

































































































































