একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে রেকর্ড স্মিথের

0
1

ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের বিরুদ্ধে টানা তিন ম‍্যাচে শতরান করে রেকর্ড গড়েন তিনি। প্রথম অস্ট্রেলিয় ক্রিকেটার হিসাবে স্মিথের ঝুলিতে এই রেকর্ড।

চলতি বছরের শুরুতে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন স্মিথ। শুক্রবার থেকে শুরু হওয়া সিডনিতে, সিরিজের প্রথম একদিনের ম‍্যাচে ১০৫ রান করেন অজি এই ক্রিকেটার। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচেও শতরান আসে স্মিথের ঝুলিতে। ১০৪ রান করেন তিনি। এর আগে কোন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এই রেকর্ড গড়তে পারেননি। স্মিথের পাশাপাশি একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন, পাকিস্তানের জাহির আব্বাস , নাসির জামসেদ এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

আরও পড়ুন- “দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল