আশঙ্কা সত্যি হচ্ছে ধীরে ধীরে৷ বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, শীতকালে করোনার প্রকোপ বৃদ্ধি পাবে৷ তেমনই হতে চলেছে কলকাতা পুর এলাকায়৷
কলকাতায় নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো৷
শহরে ৩টি কন্টেনমেন্ট জোন ঘোষণা করলো কলকাতা পুরসভা। এই ৩ কন্টেনমেন্ট জোন হলো,
◾বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ,
◾গড়িয়ার একাংশ এবং
◾টালিগঞ্জের একাংশ।
এই এলাকাগুলিতে হঠাৎ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা রবিবার ফের. সতর্ক করেছেন নাগরিকদের৷ বলেছেন, এমনই আশঙ্কা ছিলো, এরপরেও সাধারণ মানুষ করোনা-বিধি না মেনে চললে, আরও বড় বিপত্তি কলকাতার জন্য অপেক্ষা করছে৷
আরও পড়ুন- ‘কৃষকরা পাকিস্তানি নয়, ওদের কথা শুনুন’, মোদি সরকারকে তোপ আন্না হাজারের