শাস্তির মুখে ভারতীয় দল, দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাটরা

0
3

রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম‍্যাচে নেমে পড়েছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচের হারের পর দ্বিতীয় ম‍্যাচে ঘুড়ে দাড়াতে মরিয়া বিরাটরা। এরই মধ‍্যে বিপাকে ব্লুস ব্রিগেড। স্লো-ওভার রেটের জন‍্য বড়সড় শাস্তি পেল ভারতীয় দল।

সিডনিতে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে নিজেদের বোলিং শেষ করতে পারেনি ভারতীয় দল। দেখা যায়, নির্দিষ্ট সময়ে প্রথম ইনিংস শেষ হওয়ার পরও বাকি থাকে এক ওভার। এরপরই স্লো-ওভার রেটের জন‍্য আইসিসির কোড অব কন্ডাক্ট মেনে ভারতীয় দলের শাস্তির সুপারিশ করেন আম্পায়াররা। শাস্তিস্বরূপ ম‍্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোষ স্বীকারও করে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে একদিনের ম‍্যাচের পর সমালোচনার মুখে পড়েছে বিরাট কোহলি। কেন শামিকে ইনিংসের শুরুতে মাত্র দু ওভার বল করানো হয়, তা নিয়ে প্রশ্ন তোলে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এখন দেখার প্রথম ম‍্যাচের ভুল ত্রুটি সুধরে দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাড়াতে পারে কিনা ভারতীয় দল।