পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা করল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের এনায়েতপুরের। অভিযুক্ত ওই স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

জানা গেছে আক্রান্ত গৃহবধূর বয়স ২৮। ১০ বছর আগে মানিকচকের এনায়েত পুরের বাসিন্দা ইমরান শেখের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। অভিযোগ গত সাত দিন আগে ওই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী শাবল দিয়ে আঘাত করে তার স্ত্রীকে খুন করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:আজ কোচবিহারে শুরু রাস উৎসব, কোভিডের কারণে হচ্ছে না মেলা
এদিকে অভিযুক্ত স্বামীর শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখায় ওই গৃহবধূর পরিবার। ওই গৃহবধূর পরিবার এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন।

































































































































