কথায় আছে রাখে হরি মারে কে। হাতি তাড়াতে গিয়েছিলেন এক যুবক। তাকে পাল্টা শুঁড়ে করে তুলে রাস্তায় ধারে ফেলল বুনো হাতি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন : ই-রিকশর চাকায় ওড়না আটকে ধড় থেকে ছিন্ন মুণ্ড
শনিবার রাতে কিলকট চা বাগানের মূর্তি লাইনে হানা দেয় একটি বুনো হাতি। সেই হাতি তাড়ানোর জন্য একজোট হন স্থানীয়রা সেই দলে ছিলেন বছর ১৮ সুনীল মুন্ডা। ঘটনাচক্রে তিনি হাতির সামনে পড়ে যান এবং তারপরই তাঁকে শুঁড়ে করে পেঁচিয়ে ধরে চলতে শুরু করে হাতিটি। প্রায় একশো মিটার যাওয়ার পর যুবককে রাস্তার পাশে ফেলে রেখে যায় হাতিটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে খুনিয়া রেঞ্জের কর্মীরা। যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মাল হাসপাতালে। প্রসঙ্গত গত বছরই একই ধরনের ঘটনা ঘটেছিল খেরকাটা চাবাগানে। একটি শিশুকে ঘরের ভেতর থেকে এইভাবে সুরে করে তুলে উঠোনে এসে গিয়েছিল হাতি। খুনিয়া রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করে যে পশুদের মানবিকতা আছে।


































































































































