তরুণীর সঙ্গে আপত্তিকর ব্যবহার, ফের গ্রেফতার শহরের অ্যাপ বাইক চালক

0
1

শহরে ফের এক অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত অ্যাপ বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। নাম ধীরাজ কুমার রাম। বয়স ২২ বছর। কলকাতার তিলজলা রোডের বাসিন্দা। গতকাল, শনিবার রাতে অভিযুক্ত ধীরজকে তার বাড়ির পাশ থেকেই গ্রেফতার করা হয়।

অভিযোগ, রাজারহাটের বাসিন্দা এক তরুণী বেলেঘাটা রোড থেকে ওই অ্যাপ নির্ভর বাইকে ওঠেন। অভিযুক্ত বাইক চালক ধীরাজ তাঁর সঙ্গে আপত্তিজনক ব্যবহার করে। তরুণীকে ঠিকানায় পৌঁছে না দিয়ে মাঝ রাস্তাতেই বাইক থেকে নামিয়ে দেয়। অশ্লীল ভাষাতেও কথা বলে। অভিযুক্ত। এমনকি তরুণীকে হুমকিও পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠেছে ধৃত অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে।

আরও পড়ুন:শাস্তির মুখে ভারতীয় দল, দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাটরা

এরপরই ওই তরুণী অভিযুক্ত অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই ধীরাজ কুমার রামকে গ্রেফতার করে পুলিশ। আজ, রবিবার তাকে আদালতে তোলা হবে।