একুশের ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়ছে রাজ্যজুড়ে। প্রতিদিনই মিলছে রাজনৈতিক অশান্তির খবর। এবার রাতভর হামলা চালিয়ে শাসক দলের পার্টি অফিস ভাঙচুর ও হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি বা দুটি নয়। পরপর ৬টি তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে আজ, শনিবার সকাল থেকেই খেজুরির মিঁয়ামোড় এলাকায় অবরোধের নেমেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এলাকায় রয়েছে উত্তেজনা।

যদিও বিজেপি জানিয়েছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেরই ফল। অন্যদিকে, এলাকার তৃণমূল নেতা শেখ নওসাদ অভিযোগ করেন, গতকাল রাতেই খেজুরির বীরবন্দর এলাকায় তৃণমূলের তিনটি পার্টি অফিস জবর দখল করেছে বিজেপি।
আরও পড়ুন-কলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন






























































































































