৭ই মেদিনীপুরে সভা মমতার, বিধায়কদের কড়া নির্দেশ

0
3

এবার মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে সভা তৃণমূল সুপ্রিমোর। পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে সভা। স্লোগান উঠবে, ‘বাংলাকে গুজরাত হতে দেব না।’ বিজেপির বিরুদ্ধে অল আউট প্রচারে নেমে পড়ার ডাক।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরেই তৃণমূল সুপ্রিমোর মেদিনীপুর অভিযান। তবে লক্ষ্যণীয় বিষয় হলো দলনেত্রীর নির্দেশ পূর্ব মেদিনীপুরের সব বিধায়ককে সেদিনের সভায় থাকতে হবে। দেখার বিষয়, অধিকারী পরিবারের ক’জন সেদিনের বৈঠকে উপস্থিত থাকেন। ইতিমধ্যে সাংগঠনিকভাবে তার প্রস্তুতি শুরু হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সভা থেকে পরিষ্কার ঘোষণা করবেন, বাংলা কৃষ্টি-সংস্কৃতি পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে। বাংলাকে গুজরাত বানানোর চক্রান্ত চলছে। বহিরাগতদের দাপাদাপি চলছে। বাংলার মানুষ জবাব দেবেন ভোটে।

আরও পড়ুন- ‘ওরা কৃষক, কোনও সরকারি সংস্থা নয় যে বেচে দেবেন’, সরব কানহাইয়া