সারাদিনের প্রতিযোগিতা মালদায়

0
1

প্রয়াত ব‍্যায়ামবীর অমলেন্দু ভাদুড়ীর স্মৃতি উদ্দেশ্যে, শনিবার ইংরেজবাজার পৌরসভা এবং মালদা ডিস্ট্রিক ফিজিক্যাল ক‍্যালচারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল দিন‍ব‍্যাপি ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৭টি দল।

উদ্ধোধনী ম‍্যাচে মুখোমুখি হয় প্রভাত সংঘ এবং কুশ মন্ডি ওয়াই এম এ ফুটবল দল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ, সদর মহকুমা শাষক সুরেশ চন্দ্র রানো সহ অন‍্যান‍্যরা।

আরও পড়ুন:কিশোর-পুত্রকে নিয়ে ‘আত্মঘাতী’ প্রাক্তন নৌসেনা অফিসারের স্ত্রী, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রয়াত ব্যায়ামবীর অমলেন্দু ভাদুড়ীর স্মৃতি রক্ষার্থে রবিবার ইংরেজবাজার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সদরঘাট এলাকায় বসানো হবে একটি পূর্ণবয়ব মূর্তি।