চিটফান্ড তদন্তে গতি আনতে ফের ইডির স্পেশাল ডিরেক্টর পদে বদল। এবার কলকাতা জোনে ইডির স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব পেলেন সুভাষ আগরওয়াল। এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। এতদিন কলকাতা জোনে ইডির স্পেশাল ডিরেক্টর ছিলেন যোগেশ গুপ্তা। তাঁকে সেই দায়িত্ব থেকে সরানোর পর অস্থায়ীভাবে স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন বিবেক ওয়াদেকর। এবার পাকাপাকি ভাবে স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল।

আরও পড়ুন:তিন বিষয়ে একমত গুরুং-তামাং শিবির, জল মাপতে রবিবার কার্শিয়াঙে রোশন গিরি
সূত্রে খবর, সারদা-নারদা-রোজভ্যালিসহ রাজ্যের সমস্ত চিটফান্ড মামলার তদন্ত এখন থেকে সুভাষ আগরওয়ালের হাত ধরেই হবে।


































































































































