সরকার পরিচালনায় মমতার থেকে শিক্ষা নিন মোদি: অভিষেক

0
1

স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের তুলনা করে সরকার পরিচালনার ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের থেকে প্রধানমন্ত্রীকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদিকে ট্যাগ করে অভিষেক লেখেন, সরকার পরিচালনার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর থেকে নরেন্দ্র মোদির শিক্ষা নেওয়ার এটাই সঠিক সময়।

এই বিষয়ে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনামূলক একটি তালিকাও প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ।
সেখানে তিনি দেখিয়েছেন,
• কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার প্রায় দু’বছর আগে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছে।
• এই প্রকল্পে ১০০ ভাগ টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু আয়ুষ্মান ভারতে কেন্দ্র দেয় মাত্র ৬০%।
• এখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্টকার্ডটি বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সেই কার্ড দেওয়া হয় ৩০ টাকার বিনিময়ে। অর্থাৎ একটি পরিবারে পাঁচজন সদস্য থাকলে দেড়শ টাকা লাগবে শুধু কার্ড পেতে।
• স্বনির্ভরতা এবং সম্মান দিতে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা হয়। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এরকম কোন বিষয় নেই
• আয়ুষ্মান ভারতের কার্ড পেতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদন করা মাত্রই দ্রুত কার্ড পান আবেদনকারী।

এই পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, এতে ফের একবার প্রমাণ হয় “আজ বাংলা যা ভাবে, ভারতের সেটা ভাবে আগামিকাল”।