জটিলতা শেষ, রেলের তরফে মাঝেরহাট ব্রিজের চূড়ান্ত ছাড়পত্র

0
1

বিতর্কের মধ্যেই অবশেষে মাঝেরহাট ব্রিজ নিয়ে জটিলতা কাটল। আজ, শুক্রবার রেল দফতরকে মাঝেরহাট ব্রিজের সেফটি সার্টিফিকেট দিল রাজ্য পূর্ত দফতর। তার পরিপ্রেক্ষিতে এদিন দ্রুত পূর্ব রেলের তরফে মাঝেরহাট ব্রিজ নিয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ চালু করা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্য সরকারের দাবি ছিল, রেলের প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় ব্রিজের কাজ ৯ মাস আটকে রয়েছে। তার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ পাল্টা জানিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের তরফে সেফটি সার্টিফিকেট জমা করেনি। তাই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।

তারপরই আজ, শুক্রবার নবান্ন বন্ধ থাকলেও দফতর খুলে বিশেষ সার্টিফিকেট তৈরি করে রেলকে পাঠিয়ে দেওয়া হয়। এর পরই পূর্ব রেলের তরফে মাঝেরহাট ব্রিজের চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল। ফলে ব্রিজ চালু করা নিয়ে আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন- প্রথমার্ধ গোলশূন্য এটিকে এমবি এসসি ইস্টবেঙ্গল ম‍্যাচ