ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচে বিধ্বংসী ব‍্যাটিং ফ্রিঞ্চ স্মিথের

0
2

শুক্রবার সিডনিতে প্রথম একদিনের ম‍্যাচে অস্ট্র‍েলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল। প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির দল।

আরও পড়ুন:নিশীথের সঙ্গে দিল্লি গেলেন মিহির গোস্বামী

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম‍্যাচে শতরান অ‍্যারন ফ্রিঞ্চ এবং স্টিভ স্মিথ। ১২৪ বলে ১১৪ রান করেন ফ্রিঞ্চ। ৬৬ বলে ১০৫ রান করেন স্মিথ। অর্ধশতরান ওয়ার্নারের। ৬৯ রান করেন তিনি। ভারতের হয়ে তিন উইকেট মহম্মদ সামির। একটি করে উইকেট জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি এবং চাহালের।