মরশুমের প্রথম ডার্বি, আর তার উত্তাপ ছড়িয়ে পড়ল শিলিগুড়িতে। শীতেও ফুটবল ডার্বির উত্তাপে তাতছে শিলিগুড়ি।

আরও পড়ুন:কুপ্রস্তাবে নারাজ অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে খুন, কাঠগড়ায় দেওর-সহ ৫
নিউ নর্মাল আবহে প্রথম ডার্বি। তাই শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া এলাকায় খোলা জায়গায় বড় স্ক্রিনে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।’ দি হার্ট অব শিলিগুড়ির’ পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সংস্থার সভাপতি দেবতোষ সান্যাল জানান, করোনার মাঝে প্রথম ডার্বি। তাই এই আয়োজন। তবে যথাযথ ব্যবস্থা মেনেই খেলা দেখানো হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্যান্টিনের সামনে দেখানো হবে আইএসএলের প্রথম ডার্বি।


































































































































