ফের যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। অল্পের জন্য রক্ষা। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আজ, শুক্রবার সকাল ৯টা নাগাদ কেষ্টপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, প্রবল গতিতে এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বেসরকারি ওই বাসটি। কেষ্টপুর ও দমদম পার্কের মাঝে বেপরোয়া বাসটি ধাক্কা মারে একটি বাইকে। এরপরই বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়।


আরও পড়ুন : মর্মান্তিক! গুজরাটের কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত ৬
বাইক সমেত আরোহী বাসের নীচে চলে যান। গুরুতরভাবে জখম অবস্থায় বাইক চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎই তাঁরা দেখব বাইকটিতে ধাক্কা মারার পরই দাউদাউ করে বাসটিতে আগুন ধরে যায়। স্বভাবতই এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশের খাল থেকে জল তুলে তাঁরাই প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন। অফিস টাইমের এই দুর্ঘটনায় ভিআইপি রোডে যানজটের সৃষ্টি করেছে। দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীর। বাসটি ভস্মীভূত হয়ে গেলেও বাসের সব যাত্রীই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। ঠিক কীভাবে আগুন লাগল, তা যদিও এখনও স্পষ্ট নয়।

































































































































