প্রয়াত কিংবদন্তি ফুটবলার মারাদোনার প্রতি বিশেষ সম্মান জানালো ফুটবল ক্লাব নেপোলি। ইউরোপা লিগে ম্যাচে খেলতে নেমে ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধা ইতালির এই ক্লাবের।

বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো মারাদোনা। বৃহস্পতিবার হাজারো মানুষ সামিল হন দিয়েগোর শেষ যাত্রায়। চোখের জলে মারাদোনাকে বিদায় জানায় ফুটবল বিশ্ব।
মারাদনাকে শ্রদ্ধা জানালো তাঁর ক্লাব নেপোলি। বৃহস্পতিবার ইউরোপা ম্যাচে মাঠে নামে ইতিলির এই ক্লাব। এদিন ঘরের মাঠ স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে নেপোলির এগারোজন ফুটবলার ‘মারাদোনা ১০’ লেখা জার্সি পরে মাঠে নামেন তাঁরা। ফুটবল রাজপুত্রকে এরকম ভাবেই সম্মান জানায় নেপোলি।
আরও পড়ুন:এইচআরবিসি-র পর এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন শুভেন্দু
১৯৮৪ থেকে ১৯৯১ সালে নেপোলিতে সই করেন মারাদোনা। ১৯৮৭ এবং ১৯৯০ সালে নেপোলিকে একার কাঁধে টেনে চ্যাম্পিয়ন করেছিলেন ফুটবলের রাজপুত্র।


































































































































