খায়রুল আলম, ঢাকা
বিশিষ্ট অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা আলী যাকের প্রয়াত।
শুক্রবার সকাল পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর।
বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগসহ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলী যাকেরকে। সেখানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন ।
আরও পড়ুন- এবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর
বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেতা । হঠাৎ শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা টেস্ট করা হলে ফল পজিটিভ আসে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে আলী যাকের ক্যানসারের সঙ্গেও লড়াই করছিলেন।
১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন এই নাট্যব্যক্তিত্ব। পরবর্তী সময়ে ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে।
মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও তার অভিনয় সবার নজর কাড়ে । স্ত্রী সারা যাকেরকে নিয়ে গড়ে তোলেন দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা। সাম্প্রতিক সময়ে যার হাল ধরেছেন তারই পুত্র অভিনেতা ইরেশ যাকের।































































































































