এক দেশ, এক নির্বাচন চালু করার পক্ষে ফের জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্য, ভারতের বর্তমান নির্বাচন কাঠামোতে নষ্ট হচ্ছে প্রচুর অর্থ। হচ্ছে অপ্রয়োজনীয় সময় নষ্টও।
আরও পড়ুন–করোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট
বৃহস্পতিবার অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্সদের কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, ‘এক দেশ, এক নির্বাচন নিয়ে এখন আর তর্কের অবকাশই নেই। গোটা ভারতজুড়ে কয়েকমাস অন্তর বিভিন্ন রকম ভোট চলে। যেটা আখেরে দেশের প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।‘
প্রিসাইডিং অফিসারদের বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট জানান, এক দেশ এক নির্বাচন চাইছেন। মোদি বলেন, লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন আমাদের একটাই ভোটার তালিকাও তৈরি করা দরকার। এখন প্রত্যেক ভোটের জন্য আলাদা আলাদা ভোটার তালিকা রয়েছে। কেন আমরা অপ্রয়োজন অর্থ নষ্ট করছি, কেনই বা বাজে সময় ব্যয় করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আর ভিন্ন ভিন্ন তালিকার কোনও দরকার নেই।’


































































































































