মারাদোনাকে শ্রদ্ধার্ঘ‍্য মেসি, সৌরভদের

0
1

বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন দিয়েগো মারাদোনা। তাঁর এই প্রয়ানে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকের ছায়া নেমে আসে ক্রীড়ামহলে।

ফুটবল সম্রাট পেলে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উইসেন বোল্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। মারাদোনার মৃত্যু সংবাদে ভেঙে পরেন তারা। নিজের সোশ্যাল মিডিয়া মেসি লেখেন, “আর্জেন্তিনা এবং ফুটবলের কাছে খারাপ দিন। উনি আমাদের ছেড়ে গিয়েও ছেড়ে যাননি। ওর সঙ্গে কাটানো সব মুহুর্ত গুলো রেখে দেব।”

আরেক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট করে লেখেন, “আমার এক বন্ধু চলে গেলেন। গোটা বিশ্ব শোকস্তব্ধ। চির অমর এক কিংবদন্তি। খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি। শান্তিতে ঘুমোও কিংবদন্তি।”

টুইট করেছেন বিশ্বের দ্রুত মানব উইসেন বোল্ট ও। নিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “শান্তিতে ঘুমোও কিংবদন্তি। কখনো তোমাকে ভুলতে পারব না।”

টুইট করে নিজের দুঃখ প্রকাশ করেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ও।সৌরভ লেখেন,”আমার নায়ক আর নেই। আপনার জন‍্যই ফুটবল দেখতাম।” ২০০৮ এবং ২০১৭ সালে কলকাতায় আসেন মারাদোনা। সেই সময় ফুটবল রাজপুত্রের সঙ্গে সময় কাটান সৌরভ।

মারাদোনাকে নিয়ে শোকের ছায়া নেমে আসে আইএসএল ও। এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার ছবি পোস্ট করেন শোকজ্ঞাপন করেন।

আরও পড়ুন-‘ফুটবল ঈশ্বর’-এর জীবনী নিয়ে তৈরি চারটি ছবি, দেখে নেব তালিকা