বাম-কংগ্রেসের ধর্মঘটে স্বাভাবিক বীরভূম

0
1

বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘট সাড়া পড়ল না বীরভূমে। জেলা জুড়ে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক। ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেস রাস্তায় নামলেও লোক চলাচল থেকে যানবাহন চলাচল সবকিছুই স্বাভাবিক।

পথে রয়েছে পর্যাপ্ত সরকারি বাস এবং অধিকাংশ বেসরকারি বাস। ধর্মঘটকে ঘিরে অশান্তি রুখতে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা জেলার সকল স্থানে। নলহাটি, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া সহ বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম-কংগ্রেস সমর্থকরা। এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনার কথা সামনে আসেনি।