হিউজকে শ্রদ্ধাজ্ঞাপন কোহলিদের, সিডনিতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

0
1
২৭ তারিখ থেকে শুর হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচে নামার আগে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন দুই দলের। প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজকে শ্রদ্ধা জানাবেন তারা।

২৭ তারিখ থেকে শুর হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচে নামার আগে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন দুই দলের। প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজকে শ্রদ্ধা জানাবেন তারা।

২০১৪ সালে ২৭ নভেম্বর মাঠেই প্রান হারান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। বিপক্ষ বোলারের ডেলিভারির আঘাতে মাঠেই শেষ নিশ্বাস ত‍্যাগ করে ২৫ বছরের এই তরুণ ক্রিকেটার। তাঁর প্রয়ানে শোকের ছায়া নেমে আসে সারা ক্রিকেট বিশ্বে। ২০১৪ সালের শেফিল্ড শিল্ডের সেই ম‍্যাচে ৬৩ রান করে অপরাজিত থাকেন হিউজ।

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচে নামার আগে হিউজের উদ্দেশ্যে বিশেষ সম্মান দিতে পারেন কোহলিরা। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হাতে কালো আর্ম ব‍্যান্ড পড়ে মাঠে নামতে পারেন তারা। তবে দুই দলের বোর্ডের তরফ এনিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-‘আকাশের ওপরে আমরা দু’জন একদিন ফুটবলে শট নেব’, রাজপুত্র বিয়োগে শোকাতুর রাজা